লক্ষ্মীপুরে জেলা শিক্ষা অফিসার মোঃ আবদুল মতিন এর শিক্ষার প্রসারে ব্যতিক্রমী উদ্যোগ
লক্ষ্মীপুর জেলার মাধ্যমিক পর্যায়ের শিক্ষার মানোন্নয়নে জেলা শিক্ষা অফিসার মোঃ আবদুল মতিন নিজস্ব তহবিল ও উদ্যোগে নানান ধরনের উন্নয়নমূলক কাজ নিরলসভাবে করে যাচ্ছেন। তিনি জেলা শিক্ষা অফিসারেএ দায়িত্ব পাওয়ার পরপরই করোনাকালীন সমস্যা শুরু হয়।
তিনি উক্ত সমস্যাগুলোকে আইসিটির মাধ্যমে কাটিয়ে নেয়ার জন্য জেলা এম্বাসেডরকে নিয়ে জেলা ও উপজেলা পর্যায়ে অনলাইনে প্রশিক্ষণের ব্যবস্থা করেন। নিজের উদ্যোগে জেলার দক্ষ শিক্ষকদেরকে দিয়ে অনলাইন ক্লাস গ্রহণ করে তা ফেসবুক ও ইউটিউবে আপলেডের ব্যবস্থা করেন। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে জেলা ও উপজেলা পর্যায়ে অনলাইনে ও সরাসরি কুইজের ব্যবস্থা করেন। এবং বিজয়ীদেরকে নিজস্ব তহবিল থেকে পুরস্কার প্রদান করেন। তাছাড়া জেলার শিক্ষা ক্ষেত্রে অসামান্য অবদান রাখার জন্য বিভিন্ন পর্যায়ে প্রতিষ্ঠান প্রধান ও শিক্ষকদেরকে সম্মাননা প্রদান করেন। জেলায় শিক্ষক নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছতা, এমপিও প্রাপ্তিতে দ্রুত নিষ্পত্তি করার ব্যবস্থা করেন। অতিতের তুলনায় জেলা শিক্ষা অফিসকে শতভাগ দূর্নীতি মুক্ত রাখার জন্য তিনি একজন সৎ অফিসার হিসেবে ইতোমধ্যে জেলায় সুনাম অর্জন করেছেন। তিনি নিয়মিত প্রতিষ্ঠান প্রধান ও শিক্ষকদের সাথে আলোচনা করে সরকারি সকল সিদ্ধান্ত ও কাজ বাস্তবায়ন করে যাচ্ছেন।
এমন দক্ষ, শিক্ষা ও শিক্ষক বান্ধব শিক্ষা অফিসার এই জেলায় ইতোপূর্বে দেখা যায়নি। জেলার শিক্ষা পরিবারের সকলে উনার দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করেন।
কোন মন্তব্য নেই
Please validate the captcha.