Header Ads



স্বপ্ন দেখি একদিন এ দেশে কোন অভাবী মানুষ থাকবেনা - মোহাম্মদ নুরুজ্জামান, উপসচিব

অভাবের সংসারে আমার জম্ম। এ জন্যই হয়তো গরীব মানুষের জন্য আমার বেশি মন কাঁদে। স্বপ্ন দেখি একদিন এ দেশে কোন অভাবী মানুষ থাকবেনা। তাই মানুষের জন্য কাজ করার সময় কোনদিন ঘড়ি দেখি নাই। অফিসে আসা লোকজনের কাজ যতক্ষণ শেষ না হয়েছে, ততক্ষণ অফিস করেছি। পারতপক্ষে কোন সেবাপ্রার্থীকে বলিনি, আগামীকাল আসেন। প্রায় নয় বছরের চাকুরী জীবনে সবসময় চেষ্টা করেছি, সেবা প্রত্যাশী কোন মানুষ যেন আমার কাছ থেকে ফিরে না যায়।
মাঝেমধ্যে মনে প্রশ্ন জাগে, দেশের রাজস্ব আয় বৃদ্ধি কিংবা রাষ্ট্রীয় অর্থের অপচয় রোধে নাগরিক হিসেবে আমরা সবাই কি সঠিকভাবে দায়িত্ব পালন করছি? নাকি আমিই কেবল বিষয়টি ঠিকমতো বুঝতে পারছিনা? 
ব্যক্তিগত স্বার্থে রাষ্ট্রীয় স্বার্থ /জনস্বার্থ জলাঞ্জলি দিতে বিবেক সায় দেয়না বলে এবং নীতির প্রশ্নে আপোষ করতে পারিনা বলে এমনিতেই অনেক অযাচিত ভোগান্তি পোহাতে হয়। তার উপর মাঝে মাঝে এমন জায়গা থেকে আদেশ আসে, হাত-পা লোহার শিকলে বাঁধা পড়ে যায়। প্রভাবশালী সিন্ডিকেটের পরস্পর যোগসাজশে রাষ্ট্রীয় ক্ষতি মন থেকে কোনভাবেই মেনে নিতে না পারলেও নীরবে হজম করে যেতে হয়।
অস্তিত্বের অসহনীয় লঘুতায় মাঝে মাঝে নিজেকে খুব অসহায় লাগে। দুর্বৃত্তের উদ্দেশ্যমূলক মুচকি হাসি দেখে তখন নিজের উপরেই রাগ হয়।

মোহাম্মদ নুরুজ্জামান, উপসচিব ও সাবেক উপজেলা নির্বাহী অফিসার, লক্ষ্মীপুর সদর এর ফেসবুক প্রোফাইল থেকে নেয়া।

কোন মন্তব্য নেই

Please validate the captcha.

mrinalmsc. enot-poloskun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.