মান্দারী বহুমুখী উচ্চ বিদ্যালয়ে অ্যাসাইনমেন্ট মূল্যায়ন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত।
লক্ষ্মীপুর সদর উপজেলাধীন মান্দারী বহুমুখী উচ্চ বিদ্যালয় এর আওতাধীন লক্ষ্মী - ০৪ কেন্দ্রের কেন্দ্রস্থিত বিদ্যালয় সমূহের বিষয় ভিত্তিক শিক্ষকদের ২০২১ সালের এসএসসি পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট মূল্যায়ন বিষয়ক প্রশিক্ষন অনুষ্ঠিত হয়।
লক্ষ্মীপুর জেলা শিক্ষা অফিসার মোঃ আবদুল মতিন এর নির্দেশনায় লক্ষ্মীপুর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবু তালেব এর তত্ত্বাবধানে উক্ত প্রশিক্ষণ শেখ রাসেল ডিজিটাল ল্যাব, মান্দারী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের এ অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট মূল্যায়নের নির্ভরযোগ্যতা বাস্তবায়নের জন্য শিক্ষকদেরকে উক্ত প্রশিক্ষণ প্রদান করা হয়। প্রশিক্ষণে অ্যাসাইনমেন্ট এর প্রয়োজনীয়তা, মূল্যায়নের নির্ভরযোগ্যতা, বিষয় ভিত্তিক শিক্ষকদের করণীয় ও প্রধান শিক্ষকের দায়িত্ব নিয়ে আলোচনা হয়।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মান্দারী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কেন্দ্র সচিব মোঃ গিয়াস উদ্দিন, বাংগাখাঁ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নিজাম উদ্দীন সহ বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং বিষয় ভিত্তিক মূল্যায়নকারী শিক্ষকগণ।
প্রশিক্ষণ পরিচালনা করেন সৃজনশীল প্রশ্ন প্রণয়ন, মডারেশন ও উত্তরপত্র মূল্যায়ন (বিডু) এর মাষ্টার ট্রেইনার মৃণাল কান্তি সাহা, সহকারি প্রধান শিক্ষক, বাংগাখাঁ উচ্চ বিদ্যালয়, লক্ষ্মীপুর।








কোন মন্তব্য নেই
Please validate the captcha.